কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : চন্দ্র ও সূর্যগ্রহণের ছালাত আদায়ের পদ্ধতি জানিয়ে বাধিত করবেন?

উত্তর : সূর্য ও চন্দ্রগ্রহণের ছালাত দুই রাকআত। যা দীর্ঘ কিরাআত, রুকূ ও সিজদা সহকারে আদায় করতে হয়। তবে এ ছালাতদ্বয়ের প্রত্যেক রাকআতে দুই বা ততোধিক রুকূ ও দুইটি সিজদা রয়েছে। তথা দুই রাকআত ছালাতে মোট রুকূ হবে চারটি বা ছয়টি এবং সিজদা হবে চারটি। এ ছালাত জামআতে আদায় করা সুন্নাত (মিশকাত, হা/১৪৮৫)। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় একবার সূর্যগ্রহণ হলো, তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে ছালাত আদায় করলেন। তিনি দীর্ঘ সময় ক্বিয়াম করেন, অতঃপর দীর্ঘক্ষণ রুকূ করেন। তারপর পুনরায় তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ সময় ক্বিয়াম করেন। অবশ্য তা প্রথম ক্বিয়ামের চেয়ে কম দীর্ঘ ছিল। আবার তিনি রুকূ করেন এবং সে রুকূও দীর্ঘ করেন। তবে তা প্রথম রুকূর চেয়ে কম দীর্ঘ ছিল। অতঃপর তিনি সিজদা করেন এবং দীর্ঘক্ষণ সিজদা করেন। অতঃপর তিনি প্রথম রাকআতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকআতে করেন... (ছহীহ বুখারী, হা/১০৪৪)। তবে প্রতি রাকআতে ৮, ১০ রুকূর হাদীছগুলো দুর্বল।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine