কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : স্বামী সংসার করতে আগ্রহী কিন্তু স্ত্রী সংসার করতে আগ্রহী না। এই অবস্থায় স্ত্রী যদি বাপের বাড়ী চলে যায় তাহলে কি তার দেনমহর পরিশোধ করা লাগবে?

উত্তরপ্রথমত, বিবাহের যে সকল শর্ত পূরণ করা অগ্রাধিকারযোগ্য বিষয় তার অন্যতম হলো মাহর (ছহীহ বুখারী, হা/৫১৫১, ছহীহ মুসলিম, হা/১৪১৮)। তাই বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব মাহর আদায় করে দেওয়া কর্তব্য। একারণে পাত্রের সামর্থানুযায়ীই মাহর নির্ধারণ করতে হবে। সামর্থের অতিরিক্ত নয়। দ্বিতীয়ত, বিবাহের মাহর যদি নির্ধারিত করা হয়ে থাকে এবং স্বামী স্ত্রীর মাঝে সহবাস হলেই স্ত্রী মাহরের হকদার হয়ে যায়। তৃতীয়ত, স্ত্রী যদি সংসার করতে না চায়, তাহলে তাকে খোলা তালাক নিতে হবে। এক্ষেত্রে তাকে স্বামীর পক্ষ থেকে পাওয়া মাহর, গয়না অলংকার, অর্থ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তবে যদি সম্পূর্ণ ফিরিয়ে দিতে না চয়, তাহলে যতটুকুতে তারা একমত হবে, ততটুকু ফিরিয়ে দিয়েও খোলা করা যায়। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ছাবেত ইবনু কায়স ইবনু শাম্মাস রযিয়াল্লাহু আনহু -এর স্ত্রী নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি ছাবেতের দ্বীন ও চরিত্রের ব্যাপারে কোন দোষ দিচ্ছি না। তবে আমি কুফরীর আশঙ্কা করছি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার বাগানটি ফিরিয়ে দিতে প্রস্তুত আছ? সে বললঃ হাঁ। অতঃপর সে বাগানটি তাকে (স্বামীকে) ফিরিয়ে দিল। আর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে নির্দেশ দিলেন, সে মহিলাকে পৃথক করে দিল (ছহীহ বুখারী, হা/৫২৭৬)।

প্রশ্নকারী : হুযায়ফা

রাজারহাট, কুড়িগ্রাম ।


Magazine