কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): জামাআতে চার রাকাত বিশিষ্ট ফরয ছালাতে মুক্তাদির প্রথম রাকাত ছুটে গেলে, দ্বিতীয় রাকাতে যে তাশাহুদ পড়তে হয় তা কখন পড়ব আর কীভাবে পড়ব? কারণ, জামাআতে থাকাকালীন ইমাম সাহেবের তৃতীয় রাকাত হলে মুক্তাদির দ্বিতীয় রাকাত হচ্ছে, এতে তাশাহুদ পড়তে পারছি না। এখন করণীয় কি?

উত্তর: ছালাতে ইমাম যা করে মুক্তাদীকেও তাই করতে হবে, তার বিপরীত করা যাবে না। সুতরাং ইমাম তাশাহহুদ পড়লে মুক্তাদীর এক রাকাআত হলেও তাকে তাশাহহুদ পড়তে হবে। আর ইমামের সাথে যে কয় রাকাআত ছালাত পাবে সে কয় রাকাআত ছালাত হলো তার প্রথম ছালাত। ইমামের ছালাত শেষ হলে, মুক্তাদী তার ছুটে যাওয়া ছালাত আদায় করে নিবে। এবং ছুটে যাওয়া ছালাত হলো শেষের ছালাত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অতঃপর ছালাতের যে অংশটুকু পাও তা আদায় করো এবং যে অংশটুকু ছুটে যায় তা পূর্ণ করো’ (ছহীহ বুখারী, হা/৯০৮, ছহীহ মুসলিম, হা/৬০২)। সুতরাং এমন পরিস্থিতিতে ইমামের সাথে তিন রাকাআত ছালাত আদায় করে, ইমামের সালাম ফিরানোর পরে আরো এক রাকাআত পড়ে বৈঠক করে সালাম ফিরাবে।

প্রশ্নকারী : মারুফ হাসান মানিক

বগুড়া

Magazine