কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : আমার পিতা শুটকী কিনেছিলেনযার ৭০% টাকা হালাল, আর ৩০% টাকা হারাম। এখন ঐ পরিমাণ শুটকী যদি আমি তাদের অগোচরে কাওকো দান করে দেই, তাহলে এর কারণে আমি কি গুনাহগার হবো? (যেহেতু তাদেরকে হারামের কথা বললে রাগারাগি করবেন)। আর দান করার কারণে বাকি শুটকীগুলো কি হালাল হবে?

উত্তর : টাকার পরিমাণ বেশি হলে পিতার অনুমতি ব্যতীত কোনো ক্রমেই ছেলে দান করতে পারবে না। যদিও তা হালাল-হারাম মিশ্রিত হয়। বরং সে তার পিতাকে বুঝানোর চেষ্টা করবে যদিও এতে তার পিতা রাগারাগি করেন। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ন্যায়ের ব্যাপারে আদেশ কর এবং অন্যায় হতে বিরত রাখ’ (আল-ইমরান, ৩/১১০)। তবে পিতা যদি বারবার দাওয়াত দেওয়ার ভিত্তিতে ফিরে আসেন এবং হারাম অংশ ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে হারাম অংশ দান করে দেন তাহলে সব হালাল হয়ে যাবে (ছহীহ বুখারী, হা/৫৩৬৪; মিশকাত, হা/৩৩৪২)। অতএব এমন অবস্থাতে ছেলের কর্তব্য হবে তার কাছে হালাল হারামের বিষয়টি স্পষ্টভাবে জানানো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ! তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো এবং সৎ কর্ম করতে থাকো (আল-মুমিনূন, ২৩/৫১)। এরপর যদি পিতা হারাম অংশটুকু আলাদা করতে সক্ষম হন এবং জনসেবা মূলক কাজে ব্যয় করে দেন তাহলে বাকিটুকু পবিত্র হয়ে যাবে।

প্রশ্নকারী : আমাতুল্লাহ

কবিরহাট, নোয়াখালী।


Magazine