উত্তর: ইসলামে সুন্দর নাম রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। তাই সুন্দর অর্থপূর্ণ নাম রাখতে হবে। ‘মুবাশশির’ শব্দের অর্থ ‘সুসংবাদদাতা’, যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর একটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাঁকে তা দান করেছেন (আল-ফুরক্বান, ২৫/৫৬)। তাই মুবাশশির নাম রাখা বা যুক্ত করার চেয়ে ছাকিব (উজ্জ্বল), নাজীব (সম্ভ্রান্ত, অভিজাত) কারীম (সম্মানিত), ফাহীম (বুদ্ধিমান) প্রভৃতি নাম যুক্ত করা ভালো। উল্লেখ্য, শুধু আব্দুল্লাহ নাম রাখা হলেই বেশি উত্তম হবে। কারণ তা আল্লাহর সবচেয়ে প্রিয় নামের অন্তর্ভুক্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো— (১) আব্দুল্লাহ (২) ও আব্দুর রহমান’ (আবূ দাঊদ, হা/৪৯৪৯; তিরমিযী, হা/২৮৩৩)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মুবাশশির
কটিয়াদি, কিশোরগঞ্জ।