কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : কুরআন বা ছহীহ হাদীছের কোথাও কি বায়তুল্লাহকে কা‘বা বলে ডাকা হয়েছে?

উত্তর : হ্যাঁ, পবিত্র কুরআনের একাধিক আয়াতে বায়তুল্লাহকে কা‘বা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘পবিত্র কা‘বা ঘর, পবিত্র মাস, হাদঈ ও গলায় মালা পরানো পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন’ (আল-মায়েদা, ৫/৯৭)। এছাড়াও অনেক ছহীহ হাদীছে বায়তুল্লাহকে কা‘বা বলা হয়েছে (ছহীহ বুখারী, হা/৩৯৭, ৩৯৮, ৩৯৯)।

প্রশ্নকারী : পারভেজ হোসেন

গাজীপুর


Magazine