কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): হজ্জের সময় অনেকেই মদীনাতে যাওয়া ও সেখানে ৪০ ওয়াক্ত ছালাত আদায় করাকে জরুরী মনে করে। এর শারঈ কোনো ভিত্তি আছে কি?

উত্তর: মদীনাতে যাওয়া ও সেখানে ৪০ ওয়াক্ত ছালাত আদায় করার সাথে হজ্জের কোনো সম্পর্ক নেই। কেউ যদি মদীনা যাওয়াকে হজ্জের অংশ মনে করে, তাহলে সেটি বিদআত বলে গণ্য হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি মসজিদ যিয়ারতের কথা বলেছেন তার অন্যতম একটি হলো মসজিদে নববী। সুতরাং মসজিদে নববী যিয়ারতের উদ্দেশ্যে মদীনায় যেতে পারে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করা বৈধ নয়। তা হলো মসজিদুল হারাম, মসজিদে আক্বছা ও আমার এই মসজিদ তথা মসজিতে নববী (ছহীহ বুখারী, হা/১১৮৯; ছহীহ মুসলিম, হা/১৩৯৭)।

প্রশ্নকারী : রফিকুল ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine