কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : জনৈক ব্যক্তি পূর্বে ওশর দিতেন কিন্তু এখন বেশ কয়েক বছর যাবত ওশর দেন না। কারণহিসাবে তিনি বলেন, ইসলামী রাষ্ট্র সন্তানের লেখাপড়ার খরচ বহন করে কিন্তু আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে আমার সন্তানের লেখপড়ার খরচ আমাকেই বহন করতে হয়। তাই আমি ওশর না দিয়ে উক্ত ওশর আমার সন্তানের লেখাপড়ার খরচে ব্যয় করি। উল্লেখিত কারণে নিজে ওশর ভোগ করা যাবে কি?

উত্তর : না, সন্তানের পড়ালেখার খরচের অজুহাতে নিজে ওশর ভোগ করা জায়েয নয়। পরিবার-পরিজন, সন্তান-সন্তুতির ব্যয়ভার পরিবারের কর্তার ওপর ফরয, ওশরের সাথে এর কোনো সম্পর্ক নেই। আর ওশর হলো উৎপাদিত ফসলের ওপর ফরয, যদি তা নিসাব পরিমাণ হয়। আর উৎপাদিত ফসলের নিছাব হলো, পাঁচ ওয়াসাক বা ষাট সা (ছহীহ মুসলিম, হা/৯৭৯)। আল্লাহ তাআলা বলেন, ‘আর ফসল তোলার দিন সেসবের হক্ব প্রদান করবে’ (আল-আনআম, ৬/১৪১)। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা সেচ ব্যতীত উর্বরতার ফলে উৎপন্ন ফসলে দশ ভাগের একভাগ যাকাত দিতে হবে। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলে বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৪৮৩)। সুতরাং রাষ্ট্র সন্তানের পড়ালেখার খরচ বহন করুক বা না করুক, এমন ব্যক্তির উৎপাদিত ফসল পাঁচ ওয়াসাক বা ষাট সা (আঠার মন ত্রিশ কেজি) হলে অবশ্যই তাকে সেই ফসলের যাকাত দিতে হবে।

প্রশ্নকারী : আলী হোসেন

দিনাজপুর।


Magazine