উত্তর : না, সাতদিন বয়স হওয়ার আগেই কোনো বাচ্চা মারা গেলে তার আক্বীক্বা দিতে হবে না। সামুরা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল শিশুই তার আক্বীক্বার সাথে বন্ধক (দায়বদ্ধ) অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষে যবেহ করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা নেড়া করতে হবে (আবূ দাউদ, হা/২৮৩৭; তিরমিযী, হা/১৫২২)। এই হাদীছে আক্বীক্বা করা সপ্তম দিনেই নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং সপ্তম দিনের আগেই বাচ্চা মারা গেলে তার আক্বীক্বা দিতে হবে না (তুহফাতুল আহওয়াযী, ৫/৯৭-৯৮)।
প্রশ্নকারী : আতাউর রহমান
মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।