উত্তর: হাদীছটি ছহীহ। আল্লাহর নিকটে শহীদদের জন্য ৬টি বিশেষ পুরস্কার রয়েছে (ক) শহীদের রক্তের প্রথম ফোঁটা যমীনে পড়তেই তাকে মাফ করে দেয়া হয় এবং জান বের হওয়ার প্রাক্কালেই তাকে জান্নাত দেখানো হয় (খ) তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হয় (গ) ক্বিয়ামত দিবসের ভয়াবহতা হতে তাকে নিরাপত্তা দেয়া হয় (ঘ) সেদিন তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যার একটি মুক্তা দুনিয়া ও তার মধ্যেকার সবকিছু হতে উত্তম (ঙ) তাকে ৭২ জন সুন্দর চক্ষুবিশিষ্ট হুরের সাথে বিয়ে দেয়া হবে এবং (চ) ৭০ জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে (তিরমিযী, হা/১৬৬৩, ‘জিহাদের ফযীলত’ অধ্যায়, অনুচ্ছেদ-২৫; মিশকাত, হা/৩৮৩৪)।
প্রশ্নকারী : জামালুদ্দীন
টাংগাইল।