কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): কারো শরীরে পা লাগলে বা বই হাত থেকে পড়ে গেলে কি উঠিয়ে সালাম করতে হয়?

উত্তর: কারো শরীরে পা লাগলে ভদ্রতার খাতিরে ‘মাফ করবেন’, ‘দুঃখিত’ বা ‘ক্ষমা করবেন’ বলা উত্তম। আর কুরআন মাজীদ বা ইসলামী বই পড়ে গেলে সম্মানের সাথে তুলে নেওয়া উচিত। উভয়ে ক্ষেত্রে সালাম করা বা মুখে নিয়ে চুম্বন দেওয়ার নির্দেশ শরীআতে নেই। এগুলো কুসংস্কার যা পরিহার করা উচিত।

প্রশ্নকারী : হাসান মোল্লা

গোপালগঞ্জ।


Magazine