কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : আমাদের ঈদগাহে ঈদের ছালাতে ভুল হলে ইমাম সাহু সিজদা দেন। এতে কেউ কেউ বলেন, ফরজ ছালাত ব্যতিত সুন্নাত ও ওয়াজিব ছালাতে সাহু সিজদা দিতে হয় না। বরং পুনরায় ছালাত আদায় করতে হবে। এটা কি ঠিক?

উত্তর : প্রশ্নোলেস্নখিত মন্তব্যটি সঠিক নয়। বরং ফরয ও সুন্নাতসহ যেকোন ছালাতে যদি কোন ব্যক্তির ছালাতের কোন ওয়াজিব বিধান ছুটে যায় যেমন তাশাহহুদ, দরূদ ইত্যাদি না পড়া বা ছালাতে কম-বেশী করে ফেলা অথবা কত রাক‘আত ছালাত পড়েছে সে ব্যাপারে সন্দেহের সৃষ্টি হয় তাহলে অবশ্যই তাকে সাহু সিজদা দিতে হবে (মাজমূউ‘ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৪/১পৃঃ)। উল্লেখ্য যে, যদি ঈদের ছালাতের অতিরিক্ত তাকবীর সমূহের মধ্যে ভুলবশত কম-বেশী হয়ে থাকে তাহলে সাহু সিজদা দিতে হবে না। কেননা তা অতিরিক্ত তাকবীর (মির‘আত, হা/১৪৫৭, ২/৩৪১ পৃঃ)।

প্রশ্নকারী : আব্দুর রাকীব

লালপুর, নাটোর।


Magazine