কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : কুরআনুল কারীমে কি মানসূখ বা রহিত হওয়া আয়াত আছে? রহিত বা মানসূখ হওয়া আয়াত থাকলে সেগুলো বাদ দিয়ে কেন কুরআনুল কারীম সংকলন করা হয়নি? আর এই আয়াতগুলো কোন সূরার কত নং আয়াত?

উত্তর: মানসূখ অর্থ হলো- পরবর্তী হুকুম দ্বারা পূর্বের কোনো হুকুমকে তুলে নেওয়া। যে হুকুম তুলে নেওয়া হয়েছে, তৎসংশ্লিষ্ট আয়াতকে কুরআনে বলবৎ রেখে দেওয়ার হিকমত হচ্ছে, প্রথমত, কুরআনের উদ্দেশ্য যেমন তার হুকুম-আহকাম জেনে তার প্রতি আমল করা, তদ্রূপ তা তেলাওয়াত করার মাধ্যমে নেকী অর্জন করাও কুরআনের একটি উদ্দেশ্য। তাই মানসূখ আয়াতগুলো রেখে দেওয়ার মাধ্যমে তেলাওয়াতের ফযীলত পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, মানসূখের মাধ্যমে সাধারণত পূর্বের কঠিন হুকুমকে হালকা করা হয়। এর মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর যে করুণা ও দয়ার বহিঃপ্রকাশ ঘটে, মানুষ যেন তা স্মরণ করে সে কারণে আয়াতগুলো রেখে দেওয়া হয়েছে (দেখুন, আল বুরহান ফী উলূমিল কুরআন, ২/৩৯)। আবার কখনো হালকা থেকে কঠিন বিধান দেওয়া হয়েছে। যেমনটা মদপানের ক্ষেত্রে ঘটেছে। এক্ষেত্রে রহিত আয়াতগুলো রেখে দেওয়ার হিকমত হলো, কোনো কঠিন বিধান দেওয়ার সময় ক্ষেত্রবিশেষে ধাপে ধাপে পর্যায়ক্রমে চূড়ান্ত পর্যায়ে যেতে হয়, এ কথা মানুষকে শিখিয়ে দেওয়া। রহিত আয়াতগুলোর কয়েকটি উল্লেখ্য করা হল- ১. সূরা আল-বাক্বারা, ১০৯, ২. সূরা আন-নিসা, ৪৩ ইত্যাদি।

প্রশ্নকারী : আব্দুল্লাহ হাসিব

বুড়িচং, কুমিল্লা।

 

Magazine