কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : আমার মা এনজিও-তে চাকরি করেন। তাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে রাগ করেন। একজন ছোট সন্তান হিসাবে তার উপার্জন ভক্ষণ করা কি বৈধ হবে?

উত্তর : এনজিও অর্থ বে-সরকারি সংস্থা। এই সংস্থার লেনদেন যদি সূদমুক্ত হয়, ইসলাম বিরোধী কার্যক্রম থেকে মুক্ত থাকে এবং পূর্ণ পর্দা থাকে তাহলে তাদের বেতন নিঃসন্দেহে হালাল হবে। অন্যথা তা হারাম হবে (আল-বাক্বারা, ২/২৭৫; ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭; আল-মায়েদা, ৫/২)| এক্ষণে সন্তান অপ্রাপ্ত বয়স্ক হলে পিতা-মাতার উপার্জন ভক্ষণ করতে পারবে। কেননা সে শরীআতের মুকাল্লাফ নয়। তার প্রতিপালনের দায়িত্ব পিতা-মাতার। সুতরাং পিতা-মাতার হারাম উপার্জনের জন্য সন্তান দায়ী হবে না। আল্লাহ তাআলা বলেন, কোন বহনকারী অপরের বোঝা বহন করবে না (আন-নাজম, ৩৮)| রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো প্রাণ অপরের অপরাধের কারণে দণ্ডিত হবে না (নাসাঈ, হা/৪৮৪৯, ৪৮৫০, ৪৮৫১, ৪৮৫২; ইরওয়াউল গালীল, হা/২৩০৩)। তবে বয়ঃপ্রাপ্ত ও উপার্জনক্ষম হলে মায়ের উপার্জন ত্যাগ করতে হবে। সাথে সাথে মাকে এনজিওর চাকরি ছেড়ে দেওয়ার জন্য উপদেশ দিতে হবে।

প্রশ্নকারী : রামিম বিন হামীদ

চারঘাট, রাজশাহী।


Magazine