কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): রামাযানের এক দিন আগেও আমরা ফজরের ছালাত পড়েছি ৫:২০-৫:২৫ মিনিটে। তখন কিন্তু অন্ধকার। রামাযানে ফজর পড়ি ৪:৩০ মিনিটে বা তার আগে। এটা কি ঠিক হচ্ছে?

উত্তর: ফজর ছালাতের জামাআত সবসময় আওয়াল ওয়াক্তে করতে হবে; রামাযানে হোক বা রামাযানের বাহিরে অন্য কোনো মাসে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করা’ (আবূ দাঊদ, হা/৪২৬)। রামাযানে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহারী ও ছালাতে দাঁড়ানোর সময়ের ব্যাপারে যায়েদ ইবনু ছাবিত রযিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সাহারী খাই এরপর তিনি ছালাতের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, আযান ও সাহারীর মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, পঞ্চাশ আয়াত (পাঠ করা) পরিমাণ (ছহীহ বুখারী, হা/১৯২১)। এজন্য রামাযানে সাহারীর পর ৫০ আয়াত সমপরিমাণ বা ১৫/২০ মিনিট পর ছালাতে দাঁড়াতে হবে। একইভাবে রামাযানের বাহিরে আওয়াল ওয়াক্তে ছালাত আদায় করতে হবে। অন্য মাসে ভোর আলোকিত হয়ে যাওয়ার পর ছালাত আদায় করা উচিত নয়।

প্রশ্নকারী : মোহিদুল ইসলাম

নবীনগর, বি-বাড়িয়া।


Magazine