উত্তর : নৌযানে আরোহণের সময় সূরা হূদের ৪১ নম্বর আয়াত পাঠ করা সম্পর্কে মুসনাদে আবী ইয়ালা (১২/১৫২) এর বর্ণনাতে জুবারাহ ইবনু মুগাল্লিস নামক মাতরূক রাবী রয়েছে আর আল-মুজামুল কাবীর (১২/১২৪) কিতাবের বর্ণনাতে নাহশাল ইবনু সাঈদ নামক মাতরূক রাবী রয়েছে। যেটি আমলযোগ্য নয়। সুতরাং এই আমল প্রমাণিত নয়। বরং বাহনে উঠার জন্য যেই দু‘আ পাঠ করতে হয়, সেই দু‘আই পাঠ করবে। অর্থাৎ নৌযানে উঠার সময়েও বলবে,سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا، وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ (আবূ দাঊদ, হা/২৫৯৯)।
প্রশ্নকারী : আবূ হানিফ বিন মর্তুজা
সাপাহার, নওগাঁ।