উত্তর : জামাআতে ছালাত আদায়ের সময় ইমাম যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলবে, তখন পিছনের মুছাল্লীরা বলবে ‘রব্বানা ওয়া লাকাল হামদ’। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম নির্ধারণ করা হয় তাঁর অনুসরণের জন্য। তাই যখন তিনি তাকবীর বলেন, তখন তোমরাও তাকবীর বলবে, যখন তিনি রুকূ করেন তখন তোমরাও রুকূ করবে। যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলেন, তখন তোমরা বলবে ‘রব্বানা ওয়া লাকাল হামদ’। আর তিনি যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে’ (ছহীহ বুখারী, হা/৭৩৪, ছহীহ মুসলিম, হা/৪১১)। তবে মুক্তাদীগণও ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলতে পারে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম নির্ধারণ করা হয় তাঁর অনুসরণের জন্য’ (ছহীহ বুখারী, হা/৭৩৪)। হাদীছের এই অংশ প্রমাণ করে যে, মুক্তাদীগণও ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলতে পারে।
প্রশ্নকারী : মুহাম্মাদ রিপন হোসেন
শিবগঞ্জ, বগুড়া।