উত্তর : দায়িত্বে অবহেলা করলে উপার্জিত অর্থ হালাল হবে না। কেননা দায়িত্ব হলো আমানত। যে দায়িত্ব পালন করল না সে আমানতের খেয়ানত করল। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হক্বদারদের কাছে পৌঁছে দিতে’...(আল-মায়েদাহ, ৫৮)। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার আমানাতদারী নেই তার ঈমানও নেই’... (শু‘আবুল ঈমান, হা/৪০৪৫; মিশকাত, হা/৩৫)। আব্দুল্লাহ ইবনু আমর রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, কারকারাহ নামক জনৈক ব্যক্তি যুদ্ধে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আসবাবপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল। সে (যুদ্ধে) নিহত হলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। এটা শুনে লোকেরা তার মাল-সামানের সন্ধান করতে গিয়ে দেখতে পেল যে, সে গনীমাতের মাল হতে একটি জুববা (পোশাক) খিয়ানাত করেছে’ (ছহীহ বুখারী, হা/৩০৭৪; ইবনু মাজাহ, হা/২৮৪৯; মিশকাত, হা/৩৯৯৮)। অতএব, আমানতের খেয়ানত করলে তার উপার্জন হালাল হবে না।
প্রশ্নকারী : আলী হোসেন