উত্তর : এমতাবস্থায় উক্ত অপরাধের ক্ষমার বিষয়টি খুব জটিল। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে (ছহীহ বুখারী, হ/২৪৪৯; মিশকাত, হা/৫১২৬)। সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টিকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তভাবে বলেছেন। তবে মায়ের বিষয়টি আরও কঠিন। কাজেই প্রত্যেক মানুষকে তার পিতা-মাতার ব্যাপারে সচেতন থাকা উচিত। এমতাবস্থায় মায়ের জন্য দিন-রাত দু‘আ করতে হবে এবং দান-খয়রাত করতে হবে। তাহলে ক্ষমার আশা করা যেতে পারে। কেননা আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দায়ালু (আল-বাক্বারা, ২/১৭৩)।
প্রশ্নকারী : রানু মিয়া
কুয়েত।