কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : একজনের কর্মের জন্য অন্য কেউ ইস্তেখারা করতে পারবে কি?

উত্তর : একজনের কর্মের জন্য অন্য কেউ ইস্তখারা করতে পারবে না। কেননা অন্যের জন্য ইস্তেখারা করার ব্যাপারে শরী‘আতে কোনো বিধান বর্ণিত হয়নি (লিক্বাউল বাব লি ইবনে উছায়মীন, ২২/৮৩ পৃঃ)। বরং নিজ কর্মের জন্য নিজেকেই ইসেত্মখারা করতে হবে। জাবির ইবনু ‘আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কাজে ইস্তিখারাহ শিক্ষা দিতেন। যেমন পবিত্র কুরআনের সূরা আমাদের শিখাতেন। তিনি বলেছেন, তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করলে সে যেন ফরয নয় এমন দু’রাক‘আত ছালাত আদায় করার পর ইসেত্মখারার দু’আ পড়ে (ছহীহ বুখারী, হা/১১৬২, ৬৩৮২, ৭৩৯০; মিশকাত হা/১৩২৩)।

প্রশ্নকারী : মাযহারুল ইসলাম

পাঁচবিবি, জয়পুরহাট।


Magazine