কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): একজন কর্মচারীর সঙ্গে মালিকের চুক্তি মাসিক বেতন ১০,০০০ টাকা, তবে মাস শেষ হওয়ার ৫–১০ দিন আগে নিলে ৮,০০০ টাকা দেওয়া হবে। এমন শর্ত জায়েয কি?

উত্তর: এমন চুক্তি যদি মালিক ও কর্মচারী উভয়ের সম্মতিতে হয়, তাহলে তা জায়েয। আর যদি শুধু মালিকের পক্ষ থেকে হয়, তাহলে তা যুলম হবে। আবূ যার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তাআলা বলেছেন, ওহে আমার বান্দারা! আমি আমার নিজ সত্তার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। অতএব, তোমরা একে অপরের উপর অত্যাচার করো না’ (ছহীহ মুসলিম, হা/২৫৭৭)।

প্রশ্নকারী : মাওলানা আব্দুল্লাহ

সিরাজগঞ্জ।


Magazine