কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): আমাদের এখানে এক মুছল্লীর ধারণা, শীতের দিনে শরীরে চাদর দুই ভাঁজে পরলে ছালাত হবে না? একথা কতটুকু সঠিক?

উত্তর: ছালাতে কাপড় গুটিয়ে ছালাত আদায় করা নিষিদ্ধ। তবে চাদর ভাঁজ করে ছালাত আদায় করলে তা গুটানোর অন্তর্ভুক্ত হবে না। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি সাতটি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য নির্দেশিত হয়েছি’। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন আর দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুলসমূহ দ্বারা। আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই (ছহীহ বুখারী, হা/৮১২)। উমার ইবনু আবূ সালামাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উম্মু সালামার ঘরে একটি কাপড় পড়ে ছালাত আদায় করতে দেখেছি। তিনি এর দুই দিক দুই বিপরীত কাঁধে রেখেছিলেন (ছহীহ মুসলিম, হা/৫১৭)।
প্রশ্নকার : খলিল
টোক, কাপাসিয়া, গাজীপুর।

Magazine