কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): ‘যে ব্যক্তি রামাযানের শেষ দশ দিন ই‘তিকাফ করবে, তাকে দুটি হজ্জ ও দুটি উমরার ছওয়াব প্রদান করা হবে’- মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর: এ মর্মে বর্ণিত হাদীছটি জাল। হাদীছটি এসেছে যঈফুল জামেউছ ছগীর, হা/৫৪৫১; শুআবুল ঈমান, হা/৩৬৮০; যঈফূত তারগীব ওয়াত তারহীব, হা/৬৬১।

প্রশ্নকারী : মো. রোকনুজ্জামান

শিবগঞ্জবগুড়া।
Magazine