কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): যেকোনো ক্ষেত্রে কাউকে কিছু শিক্ষা দিতে মিথ্যা গল্প বলা বা লেখা যাবে কি?

উত্তর: কাল্পনিক গল্পকে কাল্পনিক গল্প বলেই ঘোষণা দিতে হবে। কাল্পনিক গল্পের উদ্দেশ্য হলো মানুষের উপকার করা। আর এখানে বলা গল্পগুলো ‘শারঈ মিথ্যা’ নয়। কেননা শরীআতে ‘মিথ্যা’ বলতে বুঝায়, ما قصد المتكلّم به إيهام السّامع ما ليس بصدق ‘যার মাধ্যমে কথক অসত্য কথার দ্বারা শ্রোতার সামনে তালগোল পাকিয়ে দেয়’ (ইবনুল ওযীর আছ-ছান‘আনী, আর-রওযুল বাসেম, ২/৪৪০)। এখানে যেহেতু গল্পের মাধ্যমে কোনো সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে না কিংবা সত্যের বিকৃতি করা হচ্ছে না; তাই এটা মিথ্যা বলে ধর্তব্য হবে না। এই দৃষ্টিকোণ থেকে কাল্পনিক গল্পের মাধ্যমে জ্ঞান দেওয়া নাজায়েয হবে না। (আল্লাহই ভালো জানেন)। উল্লেখ্য, কাল্পনিক গল্পে যদি অশ্লীলতা মিশ্রণ থাকে এবং মানুষকে মন্দের পথে উদ্বুদ্ধ করে; তবে নিঃসন্দেহে তা হারাম হবে।

প্রশ্নকারী : আবু আহনাফ

সিলেট।


Magazine