উত্তর : বিশুদ্ধ আক্বীদার ইমামের পিছনে ছালাত আদায় করতে হবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, পীর-দরবেশ গায়েব জানেন এমন কুফুরী আক্বীদায় বিশ্বাসী ইমামের পিছনে ছালাত আদায় করলে ছালাত হবে না। কেননা আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না (আল-আন‘আম, ৫৯)। আর এমন বিশ্বাস ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। তবে আক্বীদা যদি এমন হয় যা বিদ‘আতী বা ফাসেক্বী আক্বীদা প্রমাণ করে, তাহলে তার পিছনে সাময়িকভাবে ছালাত আদায় করা যেতে পারে। কেননা এমন আক্বীদা পোষণ করার কারণে ইমাম গোনাহগার হবেন। কিন্তু মুক্তাদীর ছালাত হয়ে যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অনেকেই তোমাদেরকে ছালাত আদায় করায়। তারা যদি ঠিক করে তাহলে তোমাদের জন্য নেকী রয়েছে। আর তারা যদি ভুল করে, তাতে তোমাদের নেকী হবে আর তাদের গোনাহ হবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)।
প্রশ্নকারী : আশরাফুল ইসলাম
উলিপুর, কুড়িগ্রাম।