কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): যখন কোনো নারী তার স্বামীকে বলে, তোমার থেকে ভালো কিছু কখনও দেখিনি (বা এই জাতীয় অসন্তোষজনক কথা, যেমন- আমি দেখে তোমার সংসার করলাম। তোমার সংসারে এসে কখনো সুখ পাইনি ইত্যাদি) তার অন্যান্য সকল নেক আমলের ছওয়াব বরবাদ হয়ে যায়। এই হাদীছ কি ছহীহ?

উত্তর: এটি ইমাম ইবনু আসাকীর রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু বর্ণনাটি জাল (সিলসিলা যঈফাহ, হা/১৬৩২)। তবে আমভাবে স্ত্রী অকৃতজ্ঞ হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের বেশির ভাগই নারী; (কারণ) তারা কুফরী করে’। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে? তিনি বললেন, ‘তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাক, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনোই তোমার নিকট হতে ভালো কিছু পাইনি’ (ছহীহ বুখারী, হা/২৯)। তাই নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর বাধ্য থাকা, তার সাথে সদাচরণ করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা।


Magazine