উত্তর: দ্বিতীয় হিজরীতে রামাযান মাসের ছিয়াম ফরজ হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট নয়টি রামাযানের ছিয়াম পালন করেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট নয়টি রামাযানের ছিয়াম পালন করেন। কেননা, তা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে। আর তিনি মৃত্যুবরণ করেন এগারো হিজরির রবিউল আওয়াল মাসে (আল-মাজমু, ৬/২৫০)।
আর আগের উম্মতের উপরও ছিয়াম ফরয ছিল। কিন্তু তা পালনের ধরন ভিন্ন ছিল। আল্লাহ বলেন, হে মুমিনগণ! তোমাদের উপর ছিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকী হতে পারো, (আল বাকারা, ২/১৮৩)।
প্রশ্নকারী : আহমাদুল্লাহ
শরি‘য়তপুর।