কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : এক বছরের শিশু বাচ্চার রোগমুক্তির জন্য গোবর দিয়ে গোসল দিয়েছে। এতে কি তাদের পাপ হবে?

উত্তর : যেসব প্রাণীর গোশত খাওয়া হালাল সেসব প্রাণীর পেশাব-পায়খানা পবিত্র হলেও রোগমুক্তির আশায় অসুস্থ শিশুকে তা দ্বারা গোসল দেওয়া জায়েয নয়। বরং এটা সমাজে প্রচলিত কুসংস্কার মাত্র। তবে হালাল প্রাণীর পেশাব দ্বারা চিকিৎসা গ্রহণ করতে চাইলে অভিজ্ঞ ও বিশ^স্ত ডাক্তারের পরামর্শ মোতাবেক তা গ্রহণ করা যেতে পারে। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অসুস্থ লোককে উটের পেশাব ও দুধ পান করার জন্য আদেশ করেছিলেন (ছহীহ বুখারী, হা/৫০-৫১; ছহীহ মুসলিম, হা/১১; আবুদাঊদ, হা/৪৩৬৪; তিরমিযী, হা/৭২; ইবনু মাজাহ, হা/২৫৭৮)।

প্রশ্নকারী : ইবরাহীম খলীল

 গোলাপপুর, টাঙ্গাঈল।


Magazine