উত্তর: এ ব্যাপারে যে বর্ণনাগুলো পাওয়া যায় সেগুলো কোনোটিই সঠিক নয়। বরং মাউযূ (জাল)। ইবনু আছেম তার ‘সুন্নাহ’ গ্রন্থে উক্ত হাদীছ এনেছেন। আলবানী রাহিমাহুল্লাহ উক্ত হাদীছকে জাল বলেছেন (যিলালুল জান্নাহ, ১/৩০৬; আস-সুন্নাহ, ১/৩০৫)। বরং ছহীহ হাদীছে আমাদের নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মূসা আলাইহিস সালাম জীবিত থাকলে তারও আমার আনুগত্য ব্যতীত কোনো উপায় থাকত না’ )শুআবুল ইমান, হা/১৭৪)।
প্রশ্নকারী : তাইফ মোল্লা
গুলশান, ঢাকা-১২১২।