কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : গনরোভ ফল খাওয়া কি হালাল?

উত্তরগনরোভ ফল নামে কোনো ফল আছে বলে আমাদের জানা নেই। কোনো অভিধানেও পাওয়া যায় না। তবে, ইহা যদি রুচিশীল ফল হয় এবং এর মাঝে কোনো ক্ষতিকর বিষয় না থাকে তাহলে, এমন নামের ফল খাওয়া যায়। মহান আল্লাহ বলেন, ‘অতএব আল্লাহ তোমাদেরকে যে হালাল উত্তম রিযিক দিয়েছেন, তোমরা তা থেকে আহার কর এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর, যদি তোমরা তারই ইবাদত করে থাক’ (আন-নাহল, ১৬/১১৪)। এই ফল দ্বারা যদি সমাজে প্রচলিত আদম ও হাওয়া আলাইহিস সালাম–এর গন্দম ফল বলে খাওয়া যাবে না এমনটি উদ্দেশ্য হয় তাহলে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা সেটি কী ফল ছিল তা স্পষ্ট নয়। মহান আল্লাহ তাদেরকে জান্নাতের একটি গাছের নিকট যেতে নিষেধ করে ছিলেন। তিনি বলেন, ‘তোমরা এই গাছের নিকটবর্তী হয়ো না’ (আল-বাকারা, ২/৩৬)। ইবনু কাছীর রহিমাহুল্লাহ কোন ফল খেতে আদম ও হাওয়া আলাইহিস সালাম–কে নিষেধ করা হয়ে ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বলেন, তা কোন ফল ছিল তা নির্দিষ্ট করে আমাদের জানা নেই (তাফসীর ইবনু কাছীর, ২/১১৭-১১৮ পৃ.)।

প্রশ্নকারী : সজিবুল ইসলাম

গুরুদাসপুর জেলা নাটোর।

Magazine