উত্তর: মহিলাদের অভিভাবক ব্যতীত বিবাহ হলে সেই বিবাহ বাতিল বলে গন্য হবে, যদিও অভিভাবকগণ পরবর্তীতে তা মেনে নেয়। আয়শা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবকের অনুমতি ব্যতীত কোন মহিলা বিয়ে করলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল (আবু দাউদ, হা/৩০৮৩, তিরমিযী, হা/১১০২, ইবনু মাজাহ, হা/১৮৭৯)। সুতরাং যেহেতু সহবাস করেছে, তাই স্ত্রী তার নির্ধারিত মোহর পাবে। আর যেহেতু পূর্বের বিবাহ বাতিল হয়েছে, তাই এখন করণীয় হলো, নতুনভাবে অভিভাবকের সম্মতি নিয়ে সাক্ষী রেখে নতুন মোহর নির্ধারণ করে বিবাহ পড়ানো। আর সহবাস অবৈধ হওয়ার কারণে আল্লাহর কাছে তাওবাহ করতে হবে।
প্রশ্নকারী : স্বপন বিন ইয়াকুব
কালকিনি, মাদারীপুর।