কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): ছালাতে যখন মনোযোগ থাকে না, তখন শুধু রুকনগুলো আদায়ের জন্য কি কোনো ছওয়াব পাওয়া যাবে?

উত্তর: ছালাতের আরকান ও ওয়াজিবসমূহ ঠিকমতো আদায় করলে ছালাত আদায় হয়ে যায় ও ফরয আদায়ের মূল ছওয়াব পাওয়া যায়। তবে ছালাতে একাগ্রতা তথা খুশূ থাকা কাম্য। মুমিনের সাফল্যের চাবিকাঠি হচ্ছে ছালাতে একাগ্রতা থাকা (আল-মুমিনূন, ২৩/২)। খুশূ যত বেশি হবে ছওয়াব তত বেশি হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই বান্দা এমন ছালাতও পড়ে যার বিনিময়ে তার জন্য কেবল ছালাতের এক-দশমাংশ, নবমাংশ, অষ্টমাংশ, সপ্তমাংশ, ষষ্ঠাংশ, পঞ্চমাংশ, চতুর্থাংশ, তৃতীয়াংশ, অর্ধাংশ লিখিত হয়’ (মুসনাদে আহমাদ, হা/১৮৮৯৪, হাসান)।

প্রশ্নকারী : সুমাইয়্যা আতিক

ঢাকা।


Magazine