কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): আরবী হরফ লেখা কাপড়ের তৈরি চার্ট বা আরবী লেখা কাগজ আগুনে পোড়ানো যাবে কি?

উত্তর: আরবী হরফে লেখা কোনো কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলতে হবে। এমনকি কুরআন বা কুরআনের আয়াত সংবলিত কোনো বই-খাতা, পত্র-পত্রিকা, চার্ট ইত্যাদি অবজ্ঞা হওয়া থেকে তা রক্ষার্থে পুড়িয়ে ফেলতে হবে। কুরআনকে জমা করার পর উছমান রাযিয়াল্লাহু আনহু কুরআনের লিখিত মুছহাফসমূহের এক একখানা মুছহাফ এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং এছাড়া আলাদা আলাদা বা একত্রিত কুরআনের যে কপিসমূহ রয়েছে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন (ছহীহ বুখারী, হা/৪৯৮৭)।
প্রশ্নকার : আব্দুল কাইয়ুম
বগুড়া।


Magazine