উত্তর : উক্ত পেশা যদি নিজস্ব তত্ত্বাবধানে হয়ে থাকে তাহলে তা গ্রহণ করা যাবে। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে বেতনভুক্ত কর্মচারী বা কর্মকর্তা হয় তাহলে কিছুই গ্রহণ করা যাবে না ও খাওয়া যাবে না। আবূ হুমায়দ আস-সাঈদী রহিমাহুল্লাহ হতে বর্ণিত। তিনি বলেন, একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযদ গোত্রের ইবনুল লুতবিয়্যা নামক ব্যক্তিকে যাকাত আদায় করার জন্য কর্মকর্তা নিযুক্ত করা হলে যাকাত উসূল করে মদীনায় ফিরে এসে সে বলল, এ পরিমাণ সম্পদ তোমাদের আর এ পরিমাণ সম্পদ হাদিয়া হিসাবে আমাকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশে হামদ ও ছানা পড়ে খুৎবা দিলেন। তিনি বললেন, তোমাদের কাউকে আমি আল্লাহ প্রদত্ত দায়িত্বে নিয়োগ দেই। আরম এসে সে বলে, এটা তোমাদের জন্য, আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তো সে ব্যক্তি তার পিতা অথবা মাতার বাড়িতে বসে রইল না কেন? তখন সে দেখত কেউ তাকে তার বাড়িতেই তুহফা পৌঁছে দিয়ে যেত কিনা? (ছহীহ বুখারী, হা/৭১৭৪; ছহীহ মুসলিম, হা/১৮৩২; আবূ দাঊদ, হা/২৯৪৬; মিশকাত, হা/১৭৭৯)।
প্রশ্নকারী : সালমা খাতুন
অভয়নগর, যশোর।