কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : ইমাম মুক্তাদীগণসহ বিশ রাকা‘আত ছালাত আদায় করেন। ছহীহ ‍সুন্নাহর উপর আমল করার উদ্দেশ্যে ৮ রাকা‘আত তারাবীহ পড়ে আমি বের হয়ে আসলে পাপ হবে কি?

উত্তর : আয়েশা রযিয়াল্লাহু আনহা আট রাকাআতের কথাই বলেছেন। আবূ সালামাহ ইবনু ‘আবদুর রাহমান রহিমাহুল্লাহ হতে বর্ণিত যে, তিনি আয়েশা রযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করলেন, রমাযান মাসে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাত কেমন ছিল? আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান মাসে ও অন্যান্য সব মাসের রাতে এগার রাক‘আতের অধিক ছালাত আদায় করতেন না। প্রথমে চার রাক‘আত পড়তেন। এ চার রাক‘আত আদায়ের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর আরো চার রাক‘আত ছালাত আদায় করতেন। এ চার রাক‘আতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিন রাক‘আত আদায় করতেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি বিতর ছালাত আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়েন? নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না (ছহীহ বুখারী, হা/৩৫৬৯)। উমার রযিয়াল্লাহু আনহু আট রাকাতেরই আদেশ করেছিলেন, বিশ রাকাতের নয় (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৭৭৩০)। পক্ষান্তরে বিশ রাকাআতের প্রমাণে যত হাদীছ আছে সবই জাল ও যঈফ। এমতাবস্থায় আট রাকাআত আদায় করেই চলে আসতে হবে। কেননা এটিই হলো ছহীহ হাদীছের দাবী।

প্রশ্নকারী : আব্দুল কায়্যুম

সৈয়দপুর, নীলফামারী।


Magazine