উত্তর: ছালাত আদায়ে ইমামের কোনো ভুল হলে মুছল্লীগণ তা সংশোধন করে দিবেন। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘(ইমাম যখন ছালাতে ভুল করে তাকে সতর্ক করার জন্য) পুরুষ মুক্তাদীগণ ‘সুবহানাল্লাহ’ বলবে এবং স্ত্রীলোকেরা ‘হাততালি’ দিবে’ (তিরমিযী, হা/৩৬৯)। ইমামের কিরাআতে কোনো ভুল হলে বা ভুলে গেলে মুক্তাদীগণ তা স্মরণ করিয়ে দিবে। মিসওয়ার ইবনে ইয়াযীদ আল-মালিকী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছালাত আদায় করি। ছালাতের মধ্যে তাঁর পঠিত আয়াতের কিছু অংশ ভুলবশত ছুটে যায়। তখন ছালাত শেষে এক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি অমুক অমুক আয়াত ছেড়ে দিয়েছেন। জবাবে তিনি বলেন, ‘তুমি তখন আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন?’ (আবূ দাঊদ, হা/৯০৭)। সুতরাং ইমামের কিরাআতে ভুল হলে বা কোনো আয়াত ছুটে গেলে বা ভুলে গেলে মুক্তাদীদের দায়িত্ব হলো সেই আয়াত পড়ে তা স্মরণ করিয়ে দেওয়া।
প্রশ্নকারী : আব্দুর রাকিব
ময়মনসিংহ।