উত্তর: মুসলিম ব্যক্তি কোনো বিপদে পড়লে বা কষ্টের মুখোমুখি হলে ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন’ বলবে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা তাদের উপর বিপদ আসলে বলে, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন) আমরা তো আল্লাহরই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী’ (আল-বাকারা, ২/১৫৬)। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘কোনো মুসলিমের উপর মুছীবত আসলে যদি সে বলে, আল্লাহ যা হুকুম করেছেন- ‘ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজিঊন (আমরা আল্লাহরই জন্য এবং তাঁরই কাছে ফিরে যাব) বলে এবং এ দু‘আ পাঠ করে, আল্ল-হুম্মা আজিরনী ফী মুছীবাতী ওয়া আখলিফ লী খয়রাম মিনহা (হে আল্লাহ! আমাকে আমার মুছীবতে ছওয়াব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো)। তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন (ছহীহ মুসলিম, হা/২০১১)।
প্রশ্নকারী : হাসানুর রহমান
পলাশবাড়ী, কুড়িগ্রাম।