উত্তর: ঈদের মাঠে ছালাত শেষে কোলাকুলি করার বিষয়ে কোনো দলীল পাওয়া যায় না। ঈদের দিন ছাহাবায়ে কেরামের পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। অর্থাৎ ‘আল্লাহ আমাদের ও আপনার পক্ষ হতে কবুল করুন! (তামামুল মিন্নাহ, ১/৩৫৪)। পরস্পর সাক্ষাৎ হলে মুছাফাহা করতেন আর সফর থেকে আসলে কোলাকুলি করতেন (আল-মু‘জামুল আওসাত্ব, হা/৯৭)।
প্রশ্নকারী : পিয়াস মাহমুদ
জামালপুর
 
                             
                        
 
        
    