কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : ব্যাংকে চাকুরী করে এমন ব্যক্তির টাকা থেকে সাহায্য বা ঋণ নেওয়া যাবে কি?

উত্তর : এমন ব্যক্তি হতে নেওয়া সাহায্য বা ঋণ যদি সূদমুক্ত হয় তাহলে তা গ্রহণে শারঈ কোনো বাধা নেই। কেননা ব্যাংকে চাকুরী করার কারণে বা সূদের হিসাব-নিকাশ করার কারণে কর্মরত ব্যক্তি কাবীরা গুনাহের সাথে জড়িত হবে এবং সে-ই তার পাপের শাস্তি ভোগ করবে (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। এ পাপের দায়ভার অন্য কেউ বহন করবে না। মহান আল্লাহ বলেন, وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى ‘কেউ কারো পাপের বোঝা বহণ করবে না’ (আন‘আম, ১৬৪)। তবে হারামের সাথে জড়িত ব্যক্তিদের থেকে সাহায্য বা ঋণ গ্রহণ না করাই ভালো (ছহীহ বুখারী, হা/৫৮০১)।

প্রশ্নকারী : শু‘আইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine