উত্তর: প্রশ্নোল্লিখিত পদ্ধতি কুরআন মাজীদ এবং ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। বরং এটাকে জরুরী মনে করা বা এই নির্দিষ্ট পদ্ধতির বিশেষ ফযীলত আছে বলে বিশ্বাস করা বিদআত (ছহীহ বুখারী, হা/২৬৯৭)। ব্যবসাসহ যেকোনো ভালো কাজ ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা সুন্নাত (ফাতহুল বারী, ১/২৪২)। নতুন বাসায় বা নতুন গাড়িতে ওঠার সময় ‘বিসমিল্লাহ’ বলার পাশাপাশি এই দু‘আ পড়া যায়,
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
উচ্চারণ: আল্ল-হুম্মা লাকাল হামদু, আসআলুকা মিন খয়রিহি ওয়া খয়রি মা ছুনিআ লাহু, ওয়া আঊযুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা ছুনিআ লাহু। অর্থ: ‘হে আল্লাহ! সকল প্রশংসা আপনার জন্য। আমি আপনার নিকট এই বস্তুর কল্যাণ এবং এই বস্তু যে উদ্দেশ্যে বানানো হয়েছে তার কল্যাণ কামনা করছি। এবং আপনার নিকট এই বস্তুর অনিষ্টতা এবং এই বস্তু যে উদ্দেশ্যে বানানো হয়েছে তার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি (আবূ দাঊদ, হা/৪০২০)।
প্রশ্নকারী : মো. বিলাল হোসাইন
