উত্তর: কুরআন মাজীদ তেলাওয়াতকালীন প্রয়োজনে তেলাওয়াত বন্ধ করা যায়, যেমন- সালামের উত্তর প্রদান, হাঁচিদাতার উত্তর প্রদান বা অন্য কোনো জরুরী প্রয়োজন (ছহীহ বুখারী, হা/৬২২৩)। তবে কুরআন মাজীদ তেলাওয়াতকারীর উচিত হলো, সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কুরআন তেলাওয়াত করা, যাতে কুরআনকে উপলব্ধি করতে পারে এবং উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘এটি এক বরকতপূর্ণ কিতাব, এটা আমরা আপনার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্ৰহণ করে উপদেশ’ (ছা-দ, ৩৮/২৯)। সেক্ষেত্রে ব্যস্ত সময়ে মুখে বিভিন্ন যিকির-আযকার করতে পারে।
প্রশ্নকারী : শাকিল হোসাইন
খানসামা, দিনাজপুর।
