কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): একই জিনিস নগদে ৫০ টাকায় এবং ধারে ৬০ টাকায় বিক্রি করা বৈধ কি?

উত্তর: এক কিস্তিতেই হোক বা একাধিক নির্দিষ্ট কিস্তিতে হোক চুক্তি করে বেশি নেওয়া দোষাবহ নয়। যেমন, যদি কোনো দোকানদার ১ কেজি সরিষার তেল নগদ দরে ৫০ টাকা এবং ধারে ৬০ টাকা হিসাবে বিক্রয় করে, আর ক্রেতাও এ চুক্তিতে রাজি হয়ে ক্রয় করে থাকে, তাহলে উভয়ের জন্য তা বৈধ। এরূপ লেনদেন ব্যবসা চুক্তি সূদের পর্যায়ভূক্ত নয়। ইক্বরিমা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা বলেন, পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এমন চুক্তিতে কোনো সমস্যা নেই যে, নগদ মূল্যে এত আর বাকি মূল্যে এত (মুসান্নাফ ইবনু আবি শায়বা, হা/২০৮২৬, ২০৮২৭)।

প্রশ্নকারী : সেলিম

খুলনা সদর।


Magazine