কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): আল্লাহ তাআলা আরাফার দিনে যত মানুষকে ক্ষমা করেন অন্য কোনো দিনে তা করেন না। এই ক্ষমাপ্রাপ্ত মানুষগুলো কারা?

উত্তর: এ লোকগুলো হচ্ছে যারা আরাফার ময়দানে উপস্থিত থাকে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। তিনি সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন, তাদেরকে নিয়ে মালায়িকার (ফেরেশতাগণের) কাছে গর্ববোধ করে বলেন, এরা কী চায়? (অর্থাৎ যা চায় আমি তাদেরকে তাই দিব)’ (ছহীহ মুসলিম, হা/১৩৪৮)।

প্রশ্নকারী : মোতাহার হোসেন

রংপুর।


Magazine