কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : কোনো কোনো মুছল্লীকে দেখি যে, রুকূ পেলেই রাকাআত গণনা করছে। এটা কি সঠিক যে, রুকূ পেলেই রাকাআত পাওয়া যাবে?

উত্তর: রুকূ পেলে রাকাআত গণ্য হবে কিনা এতে আলেমদের মাঝে মতভেদ আছে। তবে প্রাধান্যযোগ্য মত হলো, রুকূ পেলে রাকাআত গণ্য হবে। আবূ বাকরাহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এমন অবস্থায় পৌঁছলেন যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকূতে ছিলেন। তখন কাতার পর্যন্ত পৌঁছার পূর্বেই তিনি রুকূতে চলে যান। এ ঘটনা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ব্যক্ত করা হলে, তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার আগ্রহকে আরও বাড়িয়ে দিন। তবে এ রকম আর করবে না (ছহীহ বুখারী, হা/৭৮৩, আবূ দাঊদ, হা/৬৮৪)। এখানে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার এক রাকাআত আদায় করতে বললেন না। সুতরাং এতে বুঝা যায় যে, রুকূ পেলে সেই রাকাআতকে গণ্য করা হবে (জামিউ তুরাছিল আলবানী ফিল ফিকহ, ৫/২৯৩)। 

প্রশ্নকারী : হাসিবুর শেখ

মুর্শিদাবাদ, ভারত।


Magazine