উত্তর : প্রথমত ছালাতের মধ্যে যাতে রিং বেজে না উঠে এর জন্য আগেই ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি ভুলবশত তা করা না হয়, তাহলে ছালাতরত অবস্থায় মোবাইল বেজে উঠলে তা বন্ধ করে দিবে। আর এতে ছালাতের কোনো সমস্যা হবে না ইনশা-আল্লাহ। বরং রিং বাজতে থাকলেই মানুষের একাগ্রতা নষ্ট হবে। আর ছালাতে বিঘ্ন ঘটায় এমন কাজ ছালাত অবস্থায় প্রতিহত করা যায়। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ছালাত আদায় করতেন, এমতাবস্থায় দরজা বন্ধ থাকত। আমি এসে দরজা খুলতে বলতাম। তিনি হেঁটে এসে দরজা খুলে দিয়ে আবার তার ছালাতের স্থানে চলে যেতেন। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, আর দরজা ছিল কিবলার দিকে (আবূ দাঊদ, হা/৯২২; তিরমিযী, হা/৬০১)।
প্রশ্নকারী : হাসিবুর রহমান
রাজশাহী।