উত্তর : ওযূ করার সময় আঘাতপ্রাপ্ত জায়গায় বা ক্ষত স্থানে পট্টি থাক বা না থাক তার উপর দিয়ে ভেজা হাতে মাসাহ করে নিবে এবং অন্যান্য কার্যাবলী যথারীতি সমাধা করবে তাহলে ওযূ যথেষ্ট হয়ে যাবে, ইনশাআল্লাহ (ছহীহ ইবনু খুজায়মাহ, হা/২৭৩; নায়লুল আওত্বার, ১/৩৮৬ পৃঃ, ‘তায়াম্মুম’ অধ্যায়)।
প্রশ্নকারী : ফরহাদ হোসেন
চাঁদমারী, পাবনা।