উত্তর : না, এ মর্মে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। বরং আক্বীক্বা পিতার যিম্মেদারী। এ গোশত নিজেরা খেতে পারে, দাওয়াত দিয়ে অন্যদেরকেও খাওয়াতে পারে (হায়াতু কিবারিল উলামা, ২য় খ-, ‘আক্বীক্বা’ অনুচ্ছেদ)। তাছাড়া আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মাঝে হাদিয়াস্বরূপও বণ্টন করতে পারে এবং প্রয়োজনে তা রান্না করে খাওয়াতে পারে (বায়হাক্বী, ৯/৩০২ পৃঃ)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।