কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : বাড়িতে সুন্নাত ও নফল ছালাতের গুরুত্ব ও ফযীলত সম্পর্কে জানতে চাই?

উত্তর ফরয ছালাত ছাড়া অন্যান্য সুন্নাত ও নফল ছালাতসমূহ বাড়িতে আদায় করাই বেশি উত্তম। আর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ছালাতগুলো বাড়িতেই আদায় করতেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরেও কিছু ছালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না’ (ছহীহ বুখারী, হা/১১৮৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘তোমাদের কেউ যখন ছালাত আদায় করে, তখন সে যেন ঘরের জন্য ছালাতের কিছু অংশ রেখে দেয়। কেননা ঘরে ছালাত আদায়ের ফলে আল্লাহ তাতে কল্যাণ দান করেন’ (ইবনু মাজাহ, হা/১৩৭৬)। রাসূলুল্লাহ আরো ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বাড়িতে ছালাত আদায় করাকে তোমরা নিজেদের অভ্যাস বানিয়ে নাও। কেননা পুরুষের জন্য ফরয ছালাত ব্যতীত ঘরে ছলাত আদায় করা উত্তম’ (ছহীহ বুখারী, হা/৬১১৩; ছহীহ মুসলিম, হা/৭৮১)। সুতরাং ফরয ছালাত ছাড়া সুন্নাত ও নফল ছালাতগুলো বাড়িতেই আদায় করার চেষ্টা করতে হবে।

প্রশ্নকারী : শফিকুল ইসলাম

সিরাজগঞ্জ।


Magazine