কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ছেলেরা বিয়ের সময় কিংবা অন্য কোনো সময় হাতে মেহেদী লাগাতে পারে কি?

উত্তর : না, ছেলেরা বিয়ে বা অন্য যে কোনো সময় হাতে মেহেদী লাগাতে পারে না। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের খুশবু হলো যার রং গোপন থাকবে আর সুগন্ধি প্রকাশ পাবে। আর মহিলাদের খুশবু হলো যার রং প্রকাশ পাবে এবং সুগন্ধি গোপন থাকবে (তিরমিযী, হা/২৭৮৭; নাসাঈ, হা/৫১১৭-১৮; মিশকাত, হা/৪৪৪৩, সনদ ছহীহ)। সুতরাং হাতে মেহেদী লাগানো মেয়েদের সজ্জা, যা পুরুষের জন্য হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহিলার বেশধারণকারী পুরুষ এবং পুরুষের বেশধারণকারিণী মহিলার উপর আল্লাহ তাআলা লা‘নত করেছেন’ (ছহীহ বুখারী, হা/৫৮৮৫; মিশকাত, হা/৪৪২৯)।

প্রশ্নকারী : আখতার শেখ

মুর্শিদাবাদ, ভারত।


Magazine