উত্তর : প্রথমত, মুসলিমদের যদি মিষ্টির দোকান থাকে, তাহলে সেখান থেকেই মিষ্টি কেনার চেষ্টা করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখন আহলে কিতাবদের পাত্রে খাবার খাওয়া যাবে কি-না এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ‘যদি অন্য পাত্র পাও, তাহলে তাদের পাত্রে খাবে না। আর যদি না পাও, তাহলে তাদের পাত্রগুলো ধুয়ে নিয়ে তাতে আহার করো’ (ছহীহুল বুখারী, হা/৫৪৭৮)। আর যদি মুসলিমদের দোকান না থাকে, তাহলে হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনতে শরীআতে কোনো বাধা নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন (ছহীহ বুখারী, হা/২৬১৭; ছহীহ মুসলিম, হা/২১৯০)।
প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম
ঢাকা।